Powered by Blogger.

Thursday, September 2, 2021

Kinds of Nouns

0 comments

                                                              Kinds of Nouns

 

(i) Proper Noun

 

নিম্নলিখিত Sentence গুলি পড় :

1. Ramen is a good boy.

2. Delhi is the capital of India.

 

উপরের Sentence দুইটির মধ্যে প্রথম Sentence   “Ramen” এই wordটির দ্বারা কেবল নামের বালকটিকেই বুঝায়, অন্য কাহাকেও বুঝায় না দ্বিতীয় Sentence  “Delhi”  এই wordটির দ্বারা নামের একটি নগর ভিন্ন অন্য কোন নগর বুঝা যায় না যে Noun দ্বারা ব্যক্তি বিশেষ বা স্থানবিশেষের নাম বুঝায়, তাহাকে Proper Noun বলে ; যেমন, – Sivaji, Jadu, Banaras, London.

 

[Nouns which are the names of particular persons or places are called Proper Nouns.]

 

Proper Noun কখনও  কখনও Common Nounরূপে ব্যবহৃত হয় ;

যেমন,

Girish Chandra is the Shakespeare of Bengal.

Note:-- Proper Nounএর প্রথম অক্ষর Capital letter দিয়া লিখিতে হয়

 

(ii) Common Noun

 

নিম্নের Sentence দুইটি পড় :—–

1. A boy is swimming in the river.

2. He lived in a town.

 

উপরে প্রথম Sentence boy এই Nounটি কোন নির্দিষ্ট বালককে না বুঝাইয়া Rabin, Dilip, Nitai প্রভৃতি যত বালক আছে, তাহাদের যে কোন একটিকে বুঝাইতে পারে Boy কথাটি উহাদের সাধারণ (Common) নাম সেইরূপ, দ্বিতীয় Sentence town এই Nounটি কোন নির্দ্দিষ্ট  শহরকে না বুঝাইয়া, Calcutta, Banaras, Agra, Simla প্রভৃতি শহরের যে কোন একটিকে বুঝাইতে পারে Town কথাটি উহাদের সাধারণ (Common) নাম

 

যে Noun দ্বারা এক জাতীয় বস্তু, ব্যক্তি বা প্রাণীর কোন নির্দিষ্ট একটিকে না বুঝাইয়া তাহাদের প্রত্যেককেই বুঝা, তাহাকে Common Noun বলে; যেমন, – Man, girl, animal, river, book ইত্যাদি [The name of each one of a class of things is called a Common Noun ]

 

মনে রাখিও

‘Girl' এই Nounটি Common Noun; কিন্তু Bina এই Nounটি Proper Noun.

'King' এই Nounটি Common Noun; কিন্তু Akbar এই Nounটি Proper Noun.

'River' এই Nounটি Common Noun : কিন্তু The Ganga এই Noun Proper Noun.

 

 

(iii) Material Noun

 

 

নিম্নের Sentence দুইটি পড় :—–

1. Water is liquid.

2. Salt is necessary to life.

 

উক্ত Sentence দুইটিতে water এবং salt এই word দুইটি এমন পদার্থের নাম, গণনা বা সংখ্যার দ্বারা যাহাদের পরিচয় দেওয়া যায় না, ওজন বা মাপ করিয়া উহাদের পরিমাণ বুঝাইতে হয়; এবং ইহাদের দ্বারা যেখানে যত জল লবণ নামক পদার্থ আছে, সব বুঝায় পদার্থের ইংরাজী নাম  matter এইজন্য এই সকল Nounকে Material Noun বলে

[The name of a substance or material is called a Material Noun.]

Material Nounটি Common Nounএরই মত পার্থক্য এই যে, Common noun এর পূর্ব্বে article বসে, কিন্তু Material Nounএর পূর্ব্বে কোন article বসে না

 

N. B.  Wood (কাঠ) একটি উপাদান, উহা Material Noun. কিন্তু Chair কাঠ হইতে প্রস্তুত একটি পদার্থ; উহা Common Noun.

 

(iv) Collective Noun

 

নিম্নের Sentence দুইটি পড় :—–

1. There was a meeting in the hall.

2. There are thirty boys in our class.

 

প্রথম Sentence meeting এই wordটির দ্বারা কতকগুলি লোকের সমষ্টি বুঝাইতেছে, পৃথকভাবে কাহাকেও বুঝাইতেছে না দ্বিতীয় Sentence class এই wordটির দ্বারা ছাত্রসমষ্টি বুঝাইতেছে, পৃথকভাবে কোন ছাত্রকে বুঝাইতেছে না যে Noun দ্বারা একজাতীয় প্রত্যেক পদার্থকে পৃথকভাবে না বুঝাইয়া তাহাদের সমষ্টিকে বুঝায়, তাহাকে Collective Noun বলে; যেমন— Flock, company, army, fleet, herd ইত্যাদি

 

[The name of a collection of persons or things of the same sort is called a Collective Noun.]

Collective Noun-এর দ্বারা যাহাদের সমষ্টি বুঝায়, কখনও কখনও তাহাদিগকে পৃথকৃভাবে ধরা হয় তখন ইহাকে Noun of Multitude বলে এবং verbটি plural হয় যেমন— The jury (the men on the jury) were divided in their opinions.

 

(v) Abstract Noun

 

নিম্নের Sentence দুইটি পড় :—–

1. I like the boy for his good health.

2. Always speak the truth.

 

উপরের Sentence দুইটিতে health truth এই word দুইটির দ্বারা এমন পদার্থের নাম বুঝাইতেছে, যাহা আমরা দেখিতে পাই না, স্পর্শ করিতেও পারি নাকেবল ভাবিয়া বুঝিতে পারি ইহারা গুণ, বা অবস্থার নাম প্রকাশ করিতেছে যে সকল Noun দ্বারা গুণ, কর্ম, শক্তি বা শরীর মনের অবস্থা বুঝা যায়, তাহাদিগকে Abstract Nouns বলে ; যেমন, – Beauty, fear, sorrow, length, strength, anger.

 

[The name of a quality, a state, an action, or a feeling is called an Abstract Noun.]

 

বিভিন্ন প্রকার Noun নিম্নলিখিতরূপে সাজাইয়া দেখানো হইল :—

 

Nouns

1.      Proper Noun (Ram, Delhi)

2.      Common (Dog, bird)

3.      Material (Oil, iron)

4.      Collective (Army, class)

5.      Abstract (Strength, Beauty)

 

 

Exercise

 

Pick out the Common, Material, Proper, Collective and Abstract Nouns

 

Mahim and Jadav are friends. My servant had a dog. Too much eating causes illness. Rana Pratap had a horse named Chaitak. Ram told the truth. Is there any water in the pot? Beauty appeals to all. Four gangs of coolies are working on the road. Wool is used for making cloth. Kindness is a virtue. There are six classes in our school. The mob was dispersed by the police. Dr. Mukherjee has become very rich. He has gone to Delhi with his brother. There is air all around the world. Glass is very brittle. My pen is made of steel and wood. We should despise falsehood.

No comments:

Post a Comment