Mathematics Short Questions.
1.
কোথায় লেখো আট অযুত আট হাজার সাতশো ছয় দশ এক ।
2.
আট লক্ষ্য লিখতে কটি শূন্য লাগবে ।
3.
সংখ্য লেখো আঠারো হাজার নয়শত পাঁচ ।
4.
ভাজক ও ভাগশেষের মধ্যে কোনটা ছোট ?
5.
৬ সপ্তাহে কতদিন ?
6.
১০০০ সংখ্যার আগের ও পরের সংখ্যা লিখে পর পর সংখ্যাগুলির মোট সংখ্যা কত হবে লেখো ?
7.
৯১ এর মধ্যে ৭ কতবার আছে ?
8.
সপ্তহের শেষ দিন কোনটি ?
9.
১০৯ এর সঙ্গে শুন্য যোগ করলে কত হবে ?
10. এক থেকে কুড়ির মধ্যে কটি এক আছে ?
11. ২০১ এর সাথে কত যোগ করলে সংখ্যা টি ৯৯৯ হবে ?
12. ৪ টি সমকোণ = কত ডিগ্রী ?
13. কত মিনিটে এক দিন ?
14. ৪৮৭ থেকে সবচেয়ে কম কত বিয়োগ করলে সেই সংখ্যা ১০ দিয়ে বিভাজ্য হবে?
15. যে সংখ্যা ১০০ দ্বারা বিভাজ্য সেই সংখ্যা ২৫ দ্বারা বিভাজ্য হবে কি ?
16. এক হেক্টোগ্রাম এক সেন্টিগ্রামের কতগুণ ?
17. দুটি বক্ররেখা পরস্পর কটি বিন্দুতে ছেদ করে ?
18. কোন সংখ্যার ৬ গুনের অর্ধেক ২৪ হলে সংখ্যাটি কত ?
19. ০.৩০১ এর সঙ্গে কত যোগ করলে ১ হবে ?
20. জোর সংখ্যার সারির নবম সংখ্যাটি কত ?
21. তিনটি সংখ্যার গড় ১৫, সংখ্যাটি কত ?
22. ১ কুইন্টাল কত কিলোগ্রাম ?
23. দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কত?
24. সবজি মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় ?
25. দুটি বিজোড় সংখ্যার গুনফল জোর হবে , না বিজোড় হবে ?
26. ৩৫০২৬ সংখ্যাটি ০ এর স্থানীয় মান কত ?
27. সংখ্যায় লেখো - নয়শো সাঁইত্রিশ পূর্ণ ছয় সহস্রাংশ ।
28. ০.৬ ও ০.৪৬ এর মধ্যে কোনটি বোরো এবং কত বড় ?
29. কত মিনিটে একদিন হয় ?
30. একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা কোটি এবং কি কি ?
31. দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যাটি কি ?
32. পাঁচটি সংখ্যার সমষ্টি ৬৫ হলে এদের গড় কত ?
33. একটি সরলরেখা অঙ্কন করতে হলে কমপক্ষে কটি বিন্দুর প্রয়োজন ?
34. দুটি জোর সংখ্যার যোগফল ও বিয়োগফল সবসময় ________________ সংখ্যা হবে ।
35. ৪৮০ সেকেন্ডে কত মিনিট ?
36. কোনটি মৌলিক সংখ্যা লেখো ১০১,১৬৫,১৪৪
37. যুগ্ম অথচ মৌলিক সংখ্যা কোনটি ?
38. লিপিয়ার বা অধিবর্ষ কাকে বলে ?
39. পাঁচ সহস্রংশ এবং পাঁচের মধ্যে পার্থক্য কি ?
40. দুটি জোর সংখ্যার যোগফল ও বিয়োগফল সবসময় ________________ সংখ্যা হবে ।
41. ৪৮০ সেকেন্ডে কত মিনিট ?
42. কোনটি মৌলিক সংখ্যা লেখো ১০১,১৬৫,১৪৪
43. যুগ্ম অথচ মৌলিক সংখ্যা কোনটি ?
44. লিপিয়ার বা অধিবর্ষ কাকে বলে ?
45. পাঁচ সহস্রংশ এবং পাঁচের মধ্যে পার্থক্য
কি ?
46. ৪ থেকে ৫৪ পর্যন্ত কতগুলো ৪ আছে ?
47. গুণনীয়ক ও গুণিতকের মধ্যে কোনটি অসীম ?
48. দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা কি কি একক ব্যবহার
করি ?
49. দুটি সংখ্যার যোগফল ৫ ও বিয়োগফল ১ হলে
সংখ্যা দুটি কি কি ?
50. দুটি বিজোড় সংখ্যার যোগফল কিরূপ সংখ্যা হবে ?
51. সময় সাড়ে সাতটা বলতে কি বোঝ ?
52. দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি ?
53. একটি ত্রিভুজের কোনগুলির সমষ্টি কত ?
54. ১৯৫২ কৃশতাব্দদের বছরটি তে কতদিন ছিল ?
55. দুটি সংখ্যার ল সা গু ৬ হলে সংখ্যা দুটি কি কি ?
56. ১০০ কে ১০০ বার যোগ করলে কত হবে ?
57. ১ থেকে ২৫ এর মধ্যে যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি ?
58. .০১ এর সঙ্গে কত যোগ করলে যোগফল ১ হবে ?
59. ১৫ সংখ্যাটির গুণনীয়কগুলি কি কি ?
60. যেসব সংখ্যার অঙ্কগুলির যোগফল তদ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলি নিঃশেষে _____________ দ্বারা বিভাজ্য।
61. ভাজক x ভাগফল +ভাগশেষ = কত ?
62. অপর কোন সংখ্যাকে , কোন সংখ্যা থেকে বিয়োগ করা হলে তাকে _________ বলে ।
63. ফুটবলের ওপরের তলকে জ্যামিতিতে কে বলে ?
64. ১ কে কি সংখ্যা বলা হয় ?
65. তিন কোটি আট লক্ষ চার হাজার ঊনআশিকে অংকে লেখো ।
66. ৭৪৫৩৮২ কে ভাষায় প্রকাশ কর ।
67. দিনের কোন অংশ গুলিকে ইংরাজীতে A .M. ও P .M বলে নির্দেশ করা হয় ।
good benefit for class 4 students
ReplyDelete৩৫ এর মধ্যে ৭ কত বার আছে?
DeleteAns pls
ReplyDelete192 ও 168 এর সমষ্টির মধ্যে তাদের অন্তর কতবার আছে?
ReplyDelete