Powered by Blogger.

Sunday, March 22, 2020

ছন্দের ধাঁধা - ১

1 comments

Riddles-Brain-Teasers-Dhadha

            সাগরে জন্ম নগরে ফিরে, মা ছুঁলে ছেলে মরে
               এমন ছিল অদ্ভুত, জন্মাইয়া খায় নাই মায়ের দুধ

            তুমি থাক জলে আমি থাকি ডালে
   তোমার আমার দেখা হয় মরণের কালে

           রক্তে ডুবু ডুবু কাজলের ফোঁটা
   যে না বলতে পারে সে হয় জয় দুর্গার পাঁঠা

             বাটির মধ্যে বাটি তার মধ্যে আঁটি
   যে না বলতে পারে তার শ্বাশুড়ীর নাক কাটি

             পাখা নাই উড়ে যায় মুখ নাই ডাকে
    বুক ফেটে আলো ছুটে কান ফাটে  হ্যাঁকে

             জলেতে জন্মিয়া জল নষ্ট করে
   স্বভাবত দুই শিং দুই দিকে ধরে
   অঙ্গের উড়ালে ছাল হয় রুপবান   
   কি নাম তাহার হয় বলো ধীমান

             গলা আছে তার তলা নাই
   হাত আছে তার পা নাই
               কি নাম তাহার হয় বলবিচারিয়া
   রামায়ণে আছে ভাই পাইবে খুজিয়া

            শুনিতে আশ্চর্য্য ভাই আতি বিপরীত
               থাকিতে গৃহে নিজের স্ত্রী রতিতে বঞ্চিত

             বড়ই আশ্চর্য্যের ব্যাপার শাস্ত্রের প্রমাণ
                স্বামী হয়ে স্ত্রীর দুগ্ধ কে করেছিল পান   
 
১০          মুখের কাছে পাও তুমি খাও আমি খাই
   খেলে শুধু মুখ ভরে পেট ভরে না ভাই

১১          যেতে তাড়াতাড়ি আসতে ধীর
  পথের মাঝে পড়ে এক মহাবীর

১২          শোন হে সদাশিব, কোন দেবতার পোঁদে জিব

১৩        ধরেই এক আছাড় মারে
  কে বা বলতে পারে
১৪         রূপসী চার রঙ, ক্ষেপে গেলে এক রং

১৫          মহাদেবের গর্ভ হয় পুরানেতে আছে
  বল দেখি সেই গর্ভে কেবা জন্মিয়াছে

১৬          রামের জন্মের বহু বছর আগে
   রামলীলা কেবা লিখে বল অনুরাগে

১৭          সরস্বতীর স্বামীর নাম কি বলিতে পারে
  জানিব তাহার ভক্তি অতি বড়

১৮         কোন জামাই শাশুড়ির স্বামী হয়ে ছিল
  রামায়ণের কথা ভাই বুঝে-সুঝে বল

১৯          পাথরেতে পদ দিতে হল রমনী
   রমণীর নাম কিবা বল দেখি শুনি

২০         আঠাশ মাস মাতৃগর্ভে ছিল কোন জন
  বিস্তারিয়া সব কথা বলোহ এখন

২১         কোন রাজ্যের তিনটি রমনী ছিল
  তিনজনের গর্বে এক সন্তান জন্ম নিল

২২        কোন নারী দরশনে পুণ্য হয় বলে
 আলিঙ্গনে মোক্ষলাভ শাস্ত্র তাইবলে
 চুম্বন করিলে হয় পবিত্র জীবন
 কোন নারী আছে হেন জগতে এমন

২৩        দাদা দেয় একবার, বউদি দেয় বারবার
              ইহার কি অর্থ হয় বল দেখি ভাই
              নতুবা জানিব আমি তোমার বুদ্ধি নাই

২৪         থাকিতে গৃহে আপন স্বামী
              ভাগ্নে প্রেমে মজল মামী

২৫         হাসতে হাসতে গেল নারী পর পুরুষের কাছে
              দেবার সময় উঃ উঃ করে , দেওয়া হলে হাসে
               
২৬         এইমাত্র হঠাৎ একটা কথা শোনা গেল
  ঐ মেয়েটার মুখ থেকে গন্ডা গন্ডা ছেলে বেরিয়ে এল

২৭          গড়ের মাঠে দেখে এলাম মশার পেতে হাতী
   হাজার মা দেখেছি হিজড়ে পোয়াতী

২৮         জনকের আজ্ঞা পেয়ে কোন যোগীবরে,
              জননী মস্তক কাটে ভুমিতলে পড়ে
              মিথ্যা নয় সত্য ইহা শাস্ত্রে আছে জানি
              একথাটা আমরা ভাই সকলেই জানি

২৯         অখাদ্য জিনিস বটে সর্ব লোকে খায়
  অনিচ্ছায় বাধ্য হয়ে পড়ি যায় ধরায়           
  বৃদ্ধতে খাইলে পরে করে হায় হায়
  যুবক খেলে পরে লজ্জা মরে যায়

৩০         সমুদ্রের জল নাই গ্রামে লাগে ঢেউ
   বাপের বিয়ে হয় নাই ছেলে এনেছে বউ

৩১         নাই তাই খাচ্ছ তুমি থাকলে কোথায় পেতে
  কহেন কবি কালিদাস পথে যেতে যেতে

৩২         মাতৃ গর্ভের না হইল জনম তাহার
              পিতার গর্ভে জন্ম তার জগতে প্রচার

৩৩         কাঁচায় তুল তুল পাকায় সিঁদুর
   যে না বলতে পারে তার বাবার বাবা ধেড়ে ইঁদুর

৩৪         জলে জন্মে স্থলে কর্ম মালাকারে গড়ে
  ঠাকুর নয় ঠুকুর নয়  মাথার ওপর চড়ে

৩৫         কোন নারী এইরূপ করেছিল কাজ
              পতিকে দেখায় ঘরে বিধবার সাজ

৩৬         আগে যায় ফিরে চায় ওটি তোমার কে
   ওরে শ্বশুরকে  আমার শ্বশুর বাবা বলেছে

৩৭         ঘরের ভেতর ঘর, নাচে কনে বর

৩৮         অষ্ট চরণ  ষোল হাঁটু, মাছ ধরতে যায় লাটু 
               শুকনো ভূমিতে পেতে জাল, মাছ ধরে চিরকাল

৩৯         রামায়ণে লেখা আছে অতি পুরাতন
  স্বামী-স্ত্রীতে দুজনে বাইশ হাত হন
  কি নাম তাদের হয় বলহ সত্ত্বর
  বুদ্ধিমান বলি বুঝি পাইয়া  উত্তর

৪০         কোন ফলের বীজ নেই বল দেখি দাদা
              বলিতে না পার যদি আস্ত তুমি গাধা

৪১         উপর থেকে এল বুড়ি সাদা কাপড় পরে
 ভোজনে বসিল বুড়ি ঘাড় নেড়ে নেড়ে

৪২        তোমার বাড়ি গেলাম, খুলে দিয়ে বসলাম

৪৩       মাতা পুত্র দু'জনকেই একই জায়গায় পোষ
সুখাদ্য না দেয় তারে কটু তার দোষ
যাহা দেয় তাহা খায় করিয়া চর্বণ 
সেইসব উচ্ছিষ্ট খায় দেবতা ব্রাহ্মণ

৪৪        চার ঘোড়া রসে ভরা আঢাকা উপুড় করা

৪৫        সবাকার শিরে ধরে নাহি ধরে কেশে
              হাত নাই পা নাই তবে ধরে কিসে

৪৬         জলজন্তু নহে কিন্তু জলমধ্যে রয়
  মানুষ প্রভৃতি সবে বক্ষে করে লয়
  পদ নাই কিন্তু যায় পবনের গতি
  কানে ধরি বসে সেই তার প্রতি

৪৭         কোন দেশে গাছে ঝুলে কোন দেশে বাজে
  কোন দেশ বল দেখি ঘিয়ে তেলে ভাজে

৪৮         তিন অক্ষরে নাম তার সর্ব ঘরে রয়
  প্রথম অক্ষর ছেড়ে দিলে সর্বলোকে খায়
  মধ্যম অক্ষর কেটে নিলে হরিগুণ গায়
  শেষ অক্ষর না থাকলে সবাইকে কামড়ায়

৪৯         এর বাপবেটা ওর বাপবেটা তালতলা দিয়ে যায়
  তিনটি তাল পড়লে ওরা সমান ভাবে খায়

৫০         বাপে নাহি জন্ম দিল জন্ম দিল পরে
  যখন পূত্র জন্ম হল তখন মা ছিল না ঘরে
  কেবা সেই জন্মদাতা কেবা সেইজন
  তাহার পিতার নামে পালায় শমন

1 comment:

  1. Hey, I was read your blog it very helps full and filled with lots of information. I was read your blog and with this blog, I got to know how much important is SEO writing. I was also read another blog it will also helpful for Freelance Content Creator in Delhi.
    Freelance Content Creator in Delhi

    ReplyDelete