ARTICLES
Definite and Indefinite
নিম্নলিখিত Sentence গুলি পড়
:
1. Give me a stick.
2. An ass can carry loads.
3. Take the pen that is on the table.
উপরের Sentence গুলিতে 
কতকগুলি  noun  এর পূর্ব্বে  a, an, অথবা  the  বসিয়ছে।  উহারা  প্রকৃতপক্ষে  Adjective; কিন্তু
উহাদিগকে  Article 
বলা হয়।
প্রথম Sentence এ  কথাটি কোন
নির্দিষ্ট  “stick” কে
( ছড়িকে) না বুঝাইয়া যে কোন  stick কে  বুঝাইতেছে
।
দ্বিতীয় Sentence এ 
an  কথাটি
কোন নির্দ্দিষ্ট  “ass” কে  (গাধাকে)
না বুঝাইয়৷
যে কোন  ass কে
বুঝাইতেছে ।
A ও An কোন নির্দিষ্ট
ব্যক্তি বা
বস্তুকে বুঝায়
না; এই
জন্য ইহাদিগকে
Indefinite ( অ-নির্দেশক ) Article বলে।
কিন্তু, তৃতীয় Sentence এ  the কথাটি যে
কোনও  “pen” কে
(কলমকে) না
বুঝাইয়৷ টেবিলের
উপর যে
কলমটি আছে,
তাহাকে নির্দেশ
করিতেছে।
The  এই  Article
টি  নিদ্দিষ্ট
 ব্যক্তি
 বা
 বস্তুকে
 বুঝাইয়া
 থাকে
; এজন্য ইহাকে
Definite ( নির্দেশক) Article  বলে।
Uses of 'A' and 'An'
A ও An কেবল Singular noun এর পূর্ব্বে বসে।
(i) যে সকল word এর
প্রথম অক্ষরটি
Consonant (ব্যঞ্জনবর্ণ )
তাহাদের পূর্ব্বে  a  বসিবে ; যেমন,
— A dog, a town, a boy, a lamp.
(ii) যে সকল  word
এর  প্রথম  অক্ষরটি
 vowel  (a, e, i, o, অথবা
u), তাহাদের পূর্ব্বে  an  বসিবে;
যেমন, — An ass, an elephant, an
ink-pot, an orange, an umbrella,
কিন্তু মনে রাখিবে,
—
(a) যে সকল words এর
প্রথমে 
u , eu অথবা ew
থাকে এবং
তাহাদের উচ্চারণ
“ইউ” হয়; অথবা যে সকল
wordএর প্রথমে
 O থাকে,
অথচ তাহাদের
উচ্চারণ  'ওয়া'  হয়, তাহাদের আগে
a বসে;
যেমন – A university, a European, a ewe,
a one-eyed giant.
(b) ব্যঞ্জনবর্ণের
(Consonantএর) উচ্চারণ স্বরবর্ণের (
vawelএর )
মত হইলে  an
 বসিবে
; যেমন—
 He is an M.A. (এম-এ)  
কিন্তু, He is a B.A.
(বি এ)
(c) শব্দের প্রথমে silent ( অনুচ্চারিত )  “h”  থাকিলে
 উহার
 পূর্ব্বে
 an বসিবে যেমন,- An hour, an heir. কিন্তু  a hotel,  an hotel ; a historian,  an historian  দুই-ই  ব্যবহৃত  হয়।
Nounএর পূর্ব্বে কোন
Adjective থাকিলে অথবা an Noun এর
পূর্ব্বেন৷ বসিয়া  (উক্ত নিয়মানুসারে
) Adjectiveএর পূর্ব্বে বসিবে : যেমন -  a sick man, an idle boy.
Uses of 'The'
(i) শ্ৰেণী বা জাতিবাচক
 Noun এর
পূর্ব্বে  the
 বসে
–
যেমন— The cow is a
useful animal. 
               The ass
is a beast of burden.
কিন্তু মনুষ্যজাতি বুঝাইলে
Noun এর  পূর্ব্বে
 the
বসে না;
যেমন,  Man is mortal.
(ii) কোন নির্দ্দিষ্ট ব্যক্তি
বা বস্তু
বুঝাইলে 
Noun এর পুর্ব্বে Singular ও
Plural উভয়  স্থলেই,  the  বসিবে;  যেমন,
- Do you know the boy who got the first prize? Give me the apples that are
ripe.
(iii) নিম্নলিখিত  Sentence গুলিতে
যে সকল  Noun আছে,
তাহাদের পূর্ব্বে
সর্ব্বদাই  the  বসাইতে
হয়; যেমন,
— The earth moves around the sun. The stars twinkle above. The moon is shining
brightly.
(iv) মহাসাগর, নদী, পর্বতশ্রেণী
প্রভৃতির নামের
পূর্ব্বে the বসাইতে হয়; যেমন, The Pacific Ocean, the Ganga, the
Himalayas.
(v) কোন ধর্মগ্রন্থের নামের
পূর্ব্বে the বসে; যেমন, The Ramayana,
the Koran, the Bible.
(vi) English, French  প্রভৃতি word গুলির
পূর্ব্বে  the  থাকিলে জাতি
বুঝাইবে এবং
the না থাকিলে
 ভাষা  বুঝাইবে
; যেমন,—
The English are
persevering. 
He can speak
English well.
(vii)  যদি Adjectiveএর পরে
কোন Noun না
থাকে এবং
উহার পূর্ব্বে
the বসে, তাহা
হইলে উহা
plural number বলিয়া গণ্য হয়;
যেমন, 
1. The rich are
not always happy ( ধনীরা সব সময়
সুখী নয়)  
2. Save the poor (
দরিদ্রগণকে রক্ষা কর)।
4. The virtuous
are happy (ধার্মিকেরা সুখী ) ।
Exercise
নীচের শূন্য স্থানগুলি
‘a’, ‘an’ অথবা ‘the’ দ্বারা পূর্ণ
কর :—
Give me__book . ___sun rises in___east. It is__ant. Have you
seen___elephant ? Here is__yew tree. He reads___hour every day. ___boys of this
class are good players. Sri Banerjee is___M.A. ___camel is called the ship of
the desert. ___Bengalees can speak English well, but-English cannot speak
Bengali so well. Honour___ brave. Always speak___truth. Do not tell___lie.