Powered by Blogger.

Thursday, September 2, 2021

Kinds of Pronouns

0 comments

Kinds of Pronouns

 

(1) Personal Pronouns

 

নিম্নের Sentence দুইটি পড় :—–

1. I saw you follow him.

2. They will go to you when we are here.

 

উপরের Sentence গুলিতে I, you, him, they, we প্রভৃতি Pronounগুলি ব্যক্তির পরিবর্ত্তে বসিয়াছে; বস্তুর পরিবর্তে বসে নাই যে Pronoun কেবল ব্যক্তির পরিবর্তে বসে, তাহাকে Personal Pronoun বলে

 

তোমরা পূর্ব্বে শিখিয়াছ যে যে সকল Pronoun বক্তাকে বুঝায়, তাহাদের First person হয় যেমন – I, we.

 

যে সকল Pronoun, যাহাকে সম্বোধন করা যায়, তাহাকে বুঝায়, তাহাদের Second Person হয়; যেমন- You, thou.

 

যে সকল Pronoun, যে ব্যক্তি বা বস্তুর বিষয় বলা হইতেছে, তাহাকে বুঝায়, তাহাদের Third person হয়, যেমন— He, his, him, her, it, they,

 

(2) Reflexive Pronouns

 

নিম্নলিখিত Sentence গুলি পড় :—–

1. I hurt myself.

2. You hurt yourself.

3. She hurt herself.

 

উপরের Sentenceগুলিতে Subject ( কর্তা) এবং Object ( কৰ্ম্ম ) একই ব্যক্তি যখন কোন Verbএর Subject Object একই ব্যক্তি হয়, তখন যে Pronoun দ্বারা সেই Objectটি প্রকাশিত হয়, তাহাকে Reflexive Pronoun বলে কোন Personal Pronoun এর সহিত self যোগ করিয়া Reflexive Pronoun গঠিত হয়

 

এই সকল Pronoun কখনও কখনও কোন wordএর উপর emphasis ( জোর ) দিবার জন্য ব্যবহৃত হয়,—এইজন্য ইহাদিগকে Emphasizing Pronouns বলা হয়, যেমন, – I myself saw it – আমি নিজে ইহা দেখিয়াছিলাম He himself said so —তিনি নিজে এইরূপ বলিয়াছিলেন

 

(3) Demonstrative Pronouns

নিম্নলিখিত Sentence গুলি পড় :—–

1.      This is my book.

2.      That is a dog.

3.      Those are horses.

উক্ত Sentence গুলিতে আয়ত অক্ষরে লিখিত wordগুলি যে সকল Nounএর পরিবর্তে বসিয়াছে তাহাদিগকে নির্দেশ করিয়া দিতেছে, এইজন্য উহাদিগকে Demonstrative Pronouns ( নির্দেশক সৰ্ব্বনাম ) বলে

 

 

(4) Indefinite Pronouns

 

নিম্নলিখিত Sentence গুলি পড় :—–

1.      'Few shall part where many meet.'

2.      Can any of you climb up the tree?

3.      One can do what one likes to do.

 

উল্লিখিত Sentence গুলিতে few, many, any, one প্রভৃতি  Pronoun গুলি নিশ্চয় করিয়া কোন বস্তু বা ব্যক্তিকে বুঝাইতেছে না Pronoun কোন অনিদ্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায়, তাহাকে  Indefinite Pronoun বলে

 

(5) Distributive Pronouns

 

নিম্নলিখিত Sentence গুলি পড় :—–

1.      Each of them tried to rise.

2.      Either of these will do.

3.      Neither of them will go there.

 

উল্লিখিত Sentenceগুলিতে আয়ত অক্ষরের wordগুলিকে Distributive Pronouns বলে; কারণ ইহারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুকে একত্র না বুঝাইয়া, পৃথক পৃথক ভাবে বুঝাইতেছে

 

(6) Relative Pronouns

 

নিম্নলিখিত Sentence গুলি পড় :—–

1. This is the man.    He came yesterday.

2. Here is the ring.    I lost it.

3. This is the house.  I have bought it.

 

 

উপরের এক এক লাইনে পাশাপাশি দুইটি করিয়া Sentence রহিয়াছে একপ্রকার Pronoun আছে, যাহাদের দ্বারা এইরূপ দুইটি Sentenceকে সংযুক্ত করিয়া একটিতে পরিণত করা যায়

 

উপরের Sentenceগুলিকে নিম্নলিখিতরূপে সংযুক্ত করা যাইতে পারে ,

 

1. This is the man who came yesterday.

2. Here is the ring which I lost.

3. This is the house that I have bought.

 

সুতরাং দেখা যাইতেছে যে who, which এবং that এই Pronoun গুলি এক একটি Nounকে উদ্দেশ্য করিয়া বসিয়াছে এবং দুইটি Sentence এর মধ্যে সম্বন্ধ (relation) স্থাপন করিয়া উহাদিগকে সংযুক্ত করিয়াছে

 

যে Pronoun কোন Nounএর পরিবর্তে বসিয়া দুইটি Sentenceকে সংযুক্ত করে, তাহাকে Relative Pronoun বলে) যে Nounটি Pronounএর পূর্বে বসিয়া Pronounটির সহিত সম্বন্ধ ( relation)  জ্ঞাপন করে, তাহার নাম Antecedent 'Antecedent' কথাটির অর্থ—‘পূর্ব্ববৰ্ত্তী

 

উপরের প্রথম Sentence  who এর  antecedent  man, দ্বিতীয় Sentence which এর antecedent ring এবং তৃতীয় Sentence that এর  antecedent house.

 

Do what I say – এই Sentence 'what' এই Pronounটি লক্ষ্য করিবে এখানে what এর অর্থ that which অর্থাৎ Sentence টিকে খুলিয়া লিখিলে এইরূপ লিখিতে হইবে— Do that which I say. That which এই দুইটি Pronoun এর মিশ্রণে what কথাটি হইয়াছে বলিয়া ইহাকে Compound Relative বলা 

 

 

(7) Interrogative Pronouns

 

নিম্নের  Sentence গুলি লক্ষ্য কর :

 

1.      Who is there?

2.      Whose is this?

3.      Whom do you wish to see?

4.      Which of the boys do you like?

5.      Which is your house?

6.      What do you want?

 

উক্ত Sentence  গুলীতে  who, whose, whom, which, what (এই Pronounগুলি দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হইতেছে সেইজন্য উহাদিগকে Interrogative Pronouns বলে

 

Who, whose whom কেবল ব্যক্তির পরিবর্তে বসে; কিন্তু which ব্যক্তি বা বস্তু উভয়েরই পরিবর্তে বসে

 

অতএব দেখা গেল Pronoun সাতপ্রকার :

 

1. Personal Pronouns.

2. Reflexive Pronouns.

3. Demonstrative Pronouns.

4. Indefinite Pronouns.

5. Distributive Pronouns.

6. Relative Pronouns.

7. Interrogative Pronouns.

 

Exercise

 

Find out the Pronouns in the following sentences and name the class to which each belongs :

 

1. Those are his friends. 2. Tell him to sit down. 3. Who came here? 4. I myself saw him do it. 5. What is the name of the boy? 6. Did he kill himself? 7. This is the man who built the house. 8. Is there anyone here? 9. These pictures cost me one rupee each. 10. This is the boy whom I want. 11. Many went there and some were arrested. 12. What is the meaning of this? 13. This is the book which I lost. 14. Each of them is a good boy. 15. The children were amusing themselves close by.

No comments:

Post a Comment