যোটক-বিচার বা বিবাহ-ব্যবস্থা
বিবাহের
ব্যাপারে সচরাচর
পাত্রীর জন্মকুণ্ডলীর
ওপরই বেশি
নজর দেওয়া হয়—কিন্তু অনেকের মতে
পাত্র এবং
পাত্রী—উভয়ের
জন্মকুণ্ডলীরই এ ব্যাপারে বিচার-বিশ্লেষণ
করা আবশ্যক। পাত্রের
বংশ, বিদ্যা,
পদমর্যাদা ও আর্থিক সংগতির ওপরই
অধিকাংশ কন্যার
পিতা গরুত্ব
আরোপ করে
থাকেন।
এরূপ বিবাহে
তাঁর কন্যা
সুখী হবে
কি না
তা জন্মকুণ্ডলী
বিচার-বিশ্লেষণ
করে দেখেন
না; কিন্তু
দেখা দরকার।
(১)
যে সকল
পাত্রের জন্মকুণ্ডলীতে
চন্দ্র ও
শত্রু একই
রাশিতে অবস্থিত
অথবা মঙ্গল
ও শত্রু
একই রাশিতে
অবস্থিত—এই
ধরনের পুরুষ
কখনও এক
নারীতে তৃপ্ত
হয় না।
(২)
পাত্রের লগ্নে
বা সপ্তমে
শুক্র এবং
চন্দ্র অথবা
মঙ্গল ও
শরু অবশ্বিত
হ'লে
এরূপ পাত্রের
সঙ্গে কন্যার
বিবাহ দিতে
হলে যথেষ্ট
বিচার-বিশ্লেষণ
করা দরকার।
(৩)
যে সকল
পাত্রের লগ্নে
বা চতুর্থে,
সপ্তমে এবং
অষ্টমে পাপগ্রহ
বিদ্যমান—তাদের
পত্নীর সচরাচর
অমঙ্গল হ’য়ে থাকে।
(৪)
যে সকল
পাত্র-পাত্রীর
লগ্ন অথবা
জন্মরাশির সপ্তমে মঙ্গল-রাহু,, শনি-মঙ্গল অথবা রবি
রাহু অবস্থিত,
সে সকল
পাত্র-পাত্রীর
সঙ্গে বিবাহ
অমঙ্গলদায়ক।
(৫)
চন্দ্র, মঙ্গল
ও শনি
একই রাশিতে
থাকলে অথবা
শনি-গ্রহ
মঘা বা
ধনিষ্ঠা নক্ষত্রে
অবস্থিত হ'লে এরূপ
পাত্র নির্বাচন
যোগ্য নয়
।
(৬)
লগ্নপতি দুর্বল
হ'লে
এবং শুত্রু
চন্দ্র কোনও
এক রাশিতে
একত্রে সহাবস্থান
করলে এবং
ঐরূপ শত্রু
ও চন্দ্র
মঞ্চলের দ্বারা
দৃষ্ট
হ’লে পাত্রের
চরিত্র দুষ্ট
হওয়া স্বাভাবিক,
এবং সচরাচর
এরূপ পাত্র
তার বিবাহিত
পত্নীর প্রতি
অন্যায় আচরণও
করে থাকে।
(৭)
তাছাড়াও কন্যার
অভিভাবকদের পাত্রের জন্মকুণ্ডলী বিচার-বিশ্লেষণ
করে দেখা
দরকার—পাত্র
কোন অসৎ
বা অবৈধ
কাজে লিপ্ত
আছে কি
না; স্বভাব
দোষ আছে
কি না।
(৮)
পাত্র ও
পাত্রী উভয়েরই
জন্মকুণ্ডলীর সঠিক বিচার-বিশ্লেষণ প্রয়োজন
। পাত্র ও পাত্রীর দ্বিতীয়,
চতুর্থ, সপ্তম,
নবম ও
দশমস্থানে ও উক্ত স্তানাধিপতিদের বলাবল
বিচার করে
দেখতে হবে। বিশেষ
করে সপ্তমত্থানের
ওপর বিশেষ
গরুত্ব আরোপ
করতে হবে।
(৯)
যাদের জন্মকুণ্ডলীতে
শনি-রবি,
রাহু-মঙ্গল
বা রাহ-শুক্র কোনও
এক রাশিতে
অবস্থিত বা
একটি গ্রহ
অপর গ্রহের
সপ্তমে অবস্থিত,
তাদের জীবনে
কোন এক
সময়ে বিশেষ
সংকট অবশ্যই
সূচিত হবে।
(১০) শনি ও মঙ্গল কোন এক রাশিতে একত্রে অবস্থিত হ'লে বা একে অপরের দ্বারা পূর্ণ দৃষ্ট হলে তাদের জীবনে রক্তপাত, দুর্ঘটনা,থ্রম্বসিস প্রভৃতি রোগের আশঙ্কা তথা অস্ত্রোপচারের প্রয়োজন হবে।
(১১)
যাদের জন্মকুণ্ডলীতে
কালসর্প যোগ
রয়েছে অর্থাৎ
রাহু-কেতুর
একপাশে সকল গ্রহ বিদ্যমান—তারা যতই
প্রতিষ্ঠিত বা উন্নতি লাভ করুক
না কেন—তাদের জীবনে
এক সময়ে
ভীষণ সঙ্কট
অবশ্যই সংচিত
হবে।
অনেক ভালো হইসে পরে অনেক তথ্য পাইছি
ReplyDelete