বাতাসে দূষণ বাড়ছে চাই এয়ার পিউরিফায়ার
air purifier,air purifier for home benefits,air purifier advantages and disadvantages,what are the advantages of an air purifier
air purifier,air purifier for home benefits,air purifier advantages and disadvantages,what are the advantages of an air purifier
air purifier,air purifier for home benefits,air purifier advantages and disadvantages,what are the advantages of an air purifier
সুস্বাস্থ্যের জন্য কলকাতা তথা বাংলার
বায়ুমন্ডলও আর ততটা নিরাপদ নয়! বিভিন্ন প্রকার ক্ষতিকারক কেমিকেল এবং দূষণকারী
পদার্থ বাতাসে মিশে দিল্লি বা অন্য দূষিত শহরগুলির মতো এখানকার বায়ুমণ্ডলও
বিপদসীমার ওপর দিয়ে বইছে।
বায়ুদূষণের অনেক কারণের মধ্যে অন্যতম হল,
গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া।
অবৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণকার্য। পিচ গলানো।
খোলা স্থানে অসংখ্য খাবারের দোকানে জ্বালানী
হিসেবে কয়লার উনুন ব্যবহার করা।
অতিরিক্ত সবুজ ধ্বংস প্রভৃতি
কৃষিক্ষেত্র সারের মাত্রাতিরিক্ত ব্যবহার ও বড়
আকারে পশুপালনের ফলে বিশাল পরিমাণ অ্যামোনিয়া সৃষ্টি হয় এবং বায়ুমণ্ডলে ছড়িয়ে
পড়ে। পার্টিকুলেটস সৃষ্টি হবার পেছনে অ্যামোনিয়ার বিশেষ অবদান রয়েছে।
বাড়ির জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য
ক্লিনিং স্প্রে।
মাকড়শা , টিকটিকি, মশা, আরশোলা প্রভৃতির হাত
থেকে রেহাই পেতে বাজারচলতি প্রোডাক্টের যথেচ্ছ ব্যবহার থেকেও ক্ষতিকারক কেমিকেল অনবরত বাতাসে মিশে দূষণের
মাত্রাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আর সেই দুষিত বাতাসই আমাদের শরীরে প্রবেশ করে
বিভিন্ন অসুখবিসুকে বাসা বাঁধতে সাহায্য করছে।
বায়ু
দূষণের কারণে আপনার কী কী রোগ হতে পারে ?
১. শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ব্যাহত এবং
স্নায়ুর ক্ষতি।
২. গর্ভবতী মহিলাদের শারীরিক ক্ষতি।
৩. বাতাসে পার্টিকুলেটস, ওজোন এবং নাইট্রোজেন অক্সাইডের কারণে প্রধানত ফুসফুসের রোগ হয়, তবে হৃদযন্ত্রের রোগও কম নয়। মানুষ শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক বা স্ট্রোকের
কারণে মারা যায়।তবে কণা অতি ক্ষুদ্র হলে সেগুলি রক্তেও ঢুকে যেতে পারে। সেগুলি
টক্সিক হওয়ায় ফুসফুসের মধ্যে টক্সিক পদার্থ ঢুকিয়ে দেয়। পরে তার কুপ্রভাব টের
পাওয়া যায়।
৫ ঋতু পরিবর্তনের ফলেও ব্যাকটেরিয়া এবং
ভাইরাসেরও বাড়বাড়ন্ত হয়। এই যেমন শীতকালে বাতাসে অনেক বেশি পরিমাণ ধুলো-বালি,
ফুলের রেণু, বিষাক্ত কণা বাতাসে মিশে
থাকে। তাই এসময় খুব সহজেই আমাদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে বিপদ বাড়ায়।
সবমিলিয়ে বায়ু দূষণের হাত থেকে অন্তত কিছুটা
রেহাই পেতে এই মুহূর্তে আমাদের সামনে সেরা বিকল্প ব্যবস্থা হল এয়ার পিউরিফায়ার।
এয়ার
পিউরিফায়ার কী ?
কেন
জরুরি ?
এই মুহূর্তে সুস্থ থাকতে এয়ার পিউরিফায়ার
ছাড়া তেমন কোনো বিকল্প আমাদের হাতে নেই। এটি প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত বাড়ির
ভেতরের বায়ুকে সব রকম দূষণকারী এবং খারাপ রাসায়নিকের হাত থেকে মুক্ত করতে পারে।
যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাঁদের জন্য এটি বেশ ভালো।
একাধিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গিয়েছে ক্ষতিকারক বায়ু থেকে আজকাল ব্যাপক
হারে অ্যাজমা, ক্যান্সার প্রভৃতি রোগের প্রবণতা দিন দিন বাড়ছে। আবার ধরুন বাড়িতে কেউ
ধূমপান করলে সিগারেটে থেকে খতিকারক কেমিকালও বাতাসে মিশে শরীরের ক্ষতি করছে।এয়ার
পিউরিফায়ার এই সমস্যা থেকেও আমাদের রক্ষা করবে। আগেই উল্লেখ করা হয়েছে বাড়িতে
জিনিসপত্র পরিষ্কার করার জন্য ক্লিনিং স্প্রে,বাড়িতে মাকড়সা, টিকটিকি, আরশোলা নিধনের জন্য যেসব প্রোডাক্ট ব্যবহার করা হয় তার থেকেও বাড়ির ভিতরকার
বায়ু দূষিত হয়। বাড়িতে থাকা এয়ার পিউরিফায়ার এ ধরনের বায়ু দূষণ কমাতে
কার্যকরী ভূমিকা নেয়।
চিকিৎসকদের মতে,যাঁরা ধূমপান করেন একমাত্র তাঁদেরই ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বেশি থাকত।
কিন্তু এখন যারা ধূমপান করেন না তাঁদেরও এই প্রবণতা ভালো রকমই দেখা যাচ্ছে। এখানেই
শেষ নয়, কোনও শিশুর হৃদযন্ত্রে ছিদ্র থাকলে এমনিতেই সর্দি-কাশিতে
আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন দেখা যাচ্ছে শিশুদের এমন হারে নিউমোনিয়া
হচ্ছে যে, তাদের অনেক সময় বাঁচানো কঠিন হয়ে পড়ছে। এসবের
জন্য বায়ুদূষণকেই দায়ী করছেন চিকিৎসকরা। তাই এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে ও
বাড়তি সতর্কতার জন্য এয়ার পিউরিফায়ার ব্যবস্থা করতে পারলে ভালো হয়।
কীভাবে
কাজ করে ?
অনেক সময় বাতাসে শ্বাসযোগ্য ভাসমান কণার
(পার্টিকুলেট ম্যাটার) পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়ে যায়। এয়ার
পিউরিফায়ারের ফিল্টার বায়ু থেকে ভাসমান কণাকে ছেঁকে থেকে বার করে নেয়। এয়ার
পিউরিফায়ারে থাকা “হাই এফিশিয়েন্সি পার্টিকুলেট এয়ার”, “চার্জড মিডিয়া”,
“অ্যান্টি-ব্যাকটেরিয়াল” এবং “ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটের” প্রভৃতি ফিল্টার বিশেষ পদ্ধতিতে বায়ুকে দূষণমুক্ত করে থাকে। আপনার এয়ার
পিউরিফায়ারে থাকা ক্লিন এয়ার ডেলিভারি রেট জানিয়ে দেবে প্রতি মিনিটে কতটা
ঘনত্তের বায়ু শোধন হচ্ছে। সেই রেট যত বেশি হবে, তত তাড়াতাড়ি বায়ু পরিশুদ্ধ হবে। আবার এতে থাকা অ্যাক্টিভেটেড কার্বন লেয়ার
বা কার্বন ফিল্টার যত ভালো বা উন্নতমানের হবে বায়ুর দূষিত গ্যাস ও রাসায়নিক
পদার্থ শোধনের কার্যক্ষমতাও তত বাড়বে। এভাবে এয়ার পিউরিফায়ার দূষিত বায়ুকে শোধন
করে আমাদের বিশুদ্ধ ও স্বাস্থ্যকর বায়ুর যোগান দিয়ে যায়।
কেনার
আগে দেখে নিন
১. বাড়ি বা ঘরের আয়তন অনুযায়ী কত শক্তির
এয়ার পিউরিফাইয়ার লাগবে সেটা বিচার করে তবেই কেনার সিদ্ধান্ত নিন।
২. সব সময়ই ঘরের আয়তনের থেকে একটু বড় এবং
কম্প্যাক্ট মডেলের পিউরিফায়ার কিনুন।
৩. বিশেষত এসময় বেশি পরিশোধন ক্ষমতাযুক্ত এয়ার
পিউরিফায়ার কেনাই বুদ্ধিমানের কাজ।
৪. পিউরিফায়ারের বায়ুসশোধন ক্ষমতা ও ওজন কত তাও
জেনে নিন।
৫. আপনার পছন্দের এয়ার পিউরিফায়ারে চালু
অবস্থায় কতটা শব্দ হবে সে দিকে খেয়াল রাখতে হবে।
৬. কেনার আগে বুঝে নিন কিভাবে পিউরিফায়ার
চালাতে হবে।
৭. নিয়মিত রক্ষনাবেক্ষণ পদ্ধতিও ভালো করে বুঝে
নেওয়া উচিত।
৮. যে ব্র্যান্ডের পিউরিফায়ার কিনছেন কাছাকাছি
কোথায় কোথায় সার্ভিস সেন্টার আছে তা আগেভাগে জেনে নিন।
৯. কত বছরের ওয়ারেন্টি পাবেন সে দিকে বাড়তি
নজর রাখুন।
নানা রকম প্রযুক্তি
১. ভালো করে দেখে নিন “হাই এফিশিয়েন্সি পার্টিকুলেট এয়ার”,“চার্জড মিডিয়া”,“অ্যান্টি-ব্যাকটেরিয়াল” এবং “ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটের”
ফিল্টার সহ আর কী কী নতুন ফিল্টার আপনার পছন্দের পিউরিফায়ারে
আছে।
২. প্রতি ঘন্টায় বায়ু শোধনের(এয়ার এক্সচেঞ্জ
রেট) মাত্রা কতটা।
৩. কারও হাঁপানি সমস্যা থাকলে ৫-৬ এয়ার
এক্সচেঞ্জ রেটের এয়ার পিউরিফায়ার কেনা
ভালো।
৪. প্রতি মিনিটে কত বেশি ও দ্রুত ঘনত্বের বায়ু
শোধন করার ক্ষমতার প্রযুক্তি তথা ক্লিন এয়ার ডেলিভারি রেট আছে সেদিকে খেয়াল রাখুন।
৫. দূষিত গ্যাস ও রাসায়নিক পদার্থ শোধনের জন্য
অ্যাক্টিভেটেড কার্বন লেয়ার বা কার্বন ফিল্টার থাকলে খুব ভালো।
৬. ইউভি ফিলট্রেশান বা আয়োনাইজড বেসড
পিউরিফায়ারে ওজন গ্যাস নির্গত হয় যা ফুসফুসের জন্য ক্ষতিকর। তাই এদিকেও নজর দিন
দরদাম
দাম খুব বেশি নয়। হাজার ছয়েক টাকা বাজেট থাকলে
কেনা যেতে পারে এয়ার পিউরিফায়ার। তবে সংস্থা, বাড়ি বা ঘরের আয়তন, কতটা ক্ষমতা,কী কী প্রযুক্তি আছে প্রভৃতি তাঁর ওপর এয়ার পিউরিফায়ারের দাম নির্ভর করে।
এখন বিভিন্ন স্টোর ছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্টের মত অনেক
অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে এয়ার পিউরিফায়ার।বৈদ্যুতিন স্টোর এবং অনলাইন
প্লাটফর্মগুলি অনেক সময় আকর্ষণীয় অফার দেয়।
আমরা আমাদের পাঠকের সুবিধার্তে কিছু উন্নত প্রযুক্তির এয়ার পিউরিফায়ার বেছে দিলাম যা
একেবারেই সাধ্যের
মধ্যে
যেখানে খুশি সহজে নিয়ে যাওয়া যায়
এর বাড়তি সুবিধা হল এয়ারকন্ডিশনারের মত
নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসাতে হয় না বাড়ির মধ্যে যেকোনো জায়গায় সহজে
প্রয়োজনমতো নিয়ে যাওয়া যায় আবার ঠিকানা বদলালেও কোন ঝামেলা থাকে না
টেকনিশিয়ান ডাকার দরকার পড়ে না এখন তো আবার টেবিল বা অন্য কোথাও রাখার জন্য খুব
সুন্দর দেখতে পেল সংস্থাগুলি বাজারে নিয়ে এসেছে
air purifier,air purifier for home benefits,air purifier advantages and disadvantages,what are the advantages of an air purifier
air purifier,air purifier for home benefits,air purifier advantages and disadvantages,what are the advantages of an air purifier
air purifier,air purifier for home benefits,air purifier advantages and disadvantages,what are t
উপহার
হিসেবে
প্রিয়জনকে দেওয়া যায় এমন উপহারের তালিকায় এখন
প্রথম সারিতে এয়ার পিউরিফায়ার। জন্মদিন, বিবাহবার্ষিকী, বিয়ে,পূজো প্রভৃতি উৎসবে
এয়ার পিউরিফায়ার উপহার হিসেবে দেওয়ার চল হয়েছে। আর উপহার তো সব সময় এমনই হওয়া
উচিত যা প্রাপকের কাজে লাগে। তাই না ? তাই
এ ক্ষেত্রে দু’তরফই খুশি।
বিদ্যুৎ
খরচ
এয়ারকন্ডিশনারের তুলনায় একেবারে নামমাত্র খরচে
এয়ার পিউরিফায়ার চলে। উদাহরণ হিশাবে বলা যায়, এখনকার উন্নত প্রযুক্তির
রেফ্রিজারেটর বা ওয়াশিং মেশিনে যেমন বিদ্যুৎ খরচ হয়, সেরকমই খরচ এয়ার
পিউরিফায়ারে হয়।
air purifier,air purifier for home benefits,air purifier advantages and disadvantages,what are the advantages of an air purifier
air purifier,air purifier for home benefits,air purifier advantages and disadvantages,what are the advantages of an air purifier
air purifier,air purifier for home benefits,air purifier advantages and disadvantages,what are t